নির্বাচন বর্জনের আহ্বানে ভোলায় বিএনপির লিফলেট বিতরণ

সরকারের পদত্যাগ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনে অংশগ্রহনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলায় বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।
সোমবার (১ জানুয়ারি) বিকালে ভোলা সদর উপজেলার চরসেমাই শান্তি হাট বাজারে সহ বিভিন্ন এলাকায় তার এই লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণকালে নেতাকর্মীরা নির্বাচনকে অবৈধ দাবি করে তা বর্জন করতে জনগণের প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে অসহযোগে অংশ নিয়ে সরকারের পদত্যাগের আন্দোলনে শামিল হওয়ারও আহ্বান জানান।
কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুব দলের সাবেক সহ-সম্পাদক তারিকুল ইসলাম কায়েদ, আকবর আকন্দ, ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল মাতব্বর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকরেদওয়ান সবুজ, ভোলা জেলা যুবদল নেতা নাজমুল হক শিবলু, নবীর হাসান, মাহমুদুল হাসান শাওন চৌধুরী, মাহমুদুল হাসান শাওন চৌধুরী, মোহাম্মদ রাসেল, সাদ্দাম হোসেন,মোহাম্মদ রনি, স্বেচ্ছাসেবক দলের ওজিউল্ল্যাহ সুমনসহ ইউনিয়ন ছাত্রদল স্বেচ্ছাসেবক দল যুবদল শ্রমিক দল কৃষক দলের সভাপতি সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণের সময় তারিকুল ইসলাম কায়েদ বলেন, ‘আগামী ৭ জানুয়ারি সরকার একতরফা ডামি নির্বাচনের আয়োজন করেছে। এই নির্বাচনের ফলাফল ইতিমধ্যে গণভবনে বসে নির্ধারণ করা হয়ে গেছে। আমরা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য বিএনপির আন্দোলন করে যাচ্ছে।
গত ১৫ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। নির্বাচন বাতিলের জন্য বিএনপি হরতাল-অবরোধ কর্মসূচি পালন করেছে। কিন্তু সরকার নাশকতা তৈরি করে মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করছে। তাই বিএনপি লিফলেট বিতরণের শান্তিপূর্ণ কর্মসূচি নিয়েছে। সেখানেও বাধা আসছে।
তিনি বলেন, বিএনপির নির্বাচন বর্জনের লিফলেট জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে গ্রহণ করছে। জনগণের মধ্যে নির্বাচন বর্জনের ব্যাপক সাড়া পড়েছে। কিন্তু যারা একতরফা নির্বাচন করছে তাদের লিফলেট সাধারণ জনগণ গ্রহন করছে না। আগামী ৭ জানুয়ারি নির্বাচনের দিন ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
অপরদিকে ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর এর নেতৃত্বে বাপ্তা ইউনিয়নের (চৌমুহনি বাজার বিকালে) লিফলেট বিতরণ ও জনসংযোগ করেন।
ভোলা উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা শ্রমিকদলের সভাপতি শহিদুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক তানভির তালুকদার, জেলা কৃষক দলের সভাপতি আবদুর রহমান সেন্টু, পৌর বিএনপির প্রচার সম্পাদক আসাদ খোকনসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
ভোলা জেলা বিএনপি সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম নেতৃত্বে কলকাট এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ হয়।
বাপ্তা ইউনিয়ন বিএনপির সভাপতি খোকা মিয়া, সাধারন সম্পাদক- হারুন মেম্বার, সাংগঠনিক সম্পাদক, মোঃ ফরিদ মিয়া, উপজেলা কৃষকদল সাবেক সভাপতি শাহিন মেম্বার, কৃষক দলনেতা মোঃ নাজিম,জেলা যুবদল নেতা মহিবুউল্লাহ,ভোলা জেলা ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রুবেল,পৌর যুগ্ম আহবায়ক -ইব্রাহিম, উপজেলা ছাত্রদলের সদস্য সানাউল্লাহ,জাকারিয়া আশিক, রিমেল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাংলাদেশে এখন সম্পূর্ণভাবে গণতন্ত্র অনুপস্থিত। গণতন্ত্র রক্ষা করতে হলে ভোট বর্জন করতে হবে। এই নির্বাচন দেশবাসী মানে না। তিনি সাধারণ মানুষকেও নির্বাচন বর্জনের আহ্বান জানান।
বিভি/এফবিআইএন/এইচএস
মন্তব্য করুন: