ভোট ঘনিয়ে আসার সাথে সাথে বাড়ছে প্রচারণায় উত্তাপ
নোয়াখালীতে জয়ের ব্যাপারে আশাবাদী সব প্রার্থী

নোয়াখালী-৪ আসনে জমেছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রাথীদের প্রচার-প্রচারণা। ভোটারদের মন জয়ে তারা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। জয়ের ব্যাপারে আশাবাদী সবাই।
সদর ও সুবর্ণচর উপজেলা নিয়ে গঠিত নোয়াখালী-৪ আসন। পোস্টার-ফেস্টুন আর ব্যানারের ছড়াছড়ি শহরের প্রধান সড়ক থেকে অলিগলিও। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী তিনবারের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। বিগত দিনের উন্নয়নের জন্য এবারও জয়ের আশা তার। নৌকার প্রার্থীর জয় নিশ্চিতে ঐক্যবদ্ধ জেলা আওয়ামী লীগ নেতারা।
এদিকে, ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র নির্বাচন করছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শিহাব উদ্দিন শাহীন। জয়ের আশা তারও। নির্বাচন সুষ্ঠু হলে জিতবেন বলে জানান জাতীয় পার্টির মোবারক হোসেন আজাদও।
প্রতিশ্রুতিতে ভুলতে চান না ভোটাররা। তাদের গুরুত্ব উন্নয়নের দিকে। ভোট ঘনিয়ে আসার সাথে সাথে প্রচারণায় উত্তাপ বাড়ছে নোয়াখালী-৪ আসনে।
বিভি/রিসি
মন্তব্য করুন: