ফসল রক্ষা বাঁধ কেটে চলছে অবৈধ মাছ শিকার, ভোগান্তিতে কৃষকরা

ফসল রক্ষা বাঁধ কেটে অবৈধভাবে মাছ শিকার চলছে নেত্রকোনায়। মাছ শিকার করতে নেত্রকোণার মদন উপজেলার নয়াপাড়া ও পদেরকোণা বেড়িবাঁধ রাতের আঁধারে কেটে দিয়েছে প্রভাবশালীরা।
এতে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছে বেশ কয়েকটি গ্রামের প্রায় দুই হাজার মানুষ। কৃষকদের ফসল ঘরে কিংবা বাজারে নেয়া হয় বাঁধটির এই রাস্তা দিয়েই। উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছেন না স্থানীয় জনপ্রতিনিধিরা।
প্রভাবশালীদের হাত থেকে বাঁধটি রক্ষা করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগীরা।
মাছ ধরার জন্য রাতের আধারে যারা বাঁধটি কেটেছেন তারাও মনে করেন, শক্ত করে তৈরি করা উচিত এটা।
নেত্রকোণার নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান বলেন যারা বাঁধ কেটে দিচ্ছে তাদের ব্যাপারে লিখিত অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে। অভিযোগ পাওয়ার অপেক্ষায় রয়েছে পানি উন্নয়ন বোর্ড।
অবৈধভাবে বেড়িবাঁধ কাটা ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের কঠোর পদক্ষেপ চায় কয়েক গ্রামের মানুষ।
বিভি/এজেড
মন্তব্য করুন: