সাকিবের নির্বাচনী প্রচারণায় মাশরাফি

মাগুরা ১ আসনের নৌকার প্রার্থী বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে মাশরাফি বিন মর্তুজা এসেছেন মাগুরায়। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বেলা ১২ টায় শহরের নোমানী ময়দানের জেলা পরিষদ ডাক বাংলায় আসেন।
সেখানে সাকিব আল হাসানের সাথে সংক্ষিপ্ত আলোচনার পর নির্বাচনী প্রচারণায় অংশ নিতে শহরের চৌরঙ্গী মোড় থেকে ভায়না মোড় পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন ও নৌকার প্রচার প্রচারণা চালান। এ সময় সাকিব আল হাসানসহ তার সাথে জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার, সাব্বির, রনি তালুকদার অংশ নেন।
মাগুরায় মাশরাফি বিন মুর্তজার আগমনের খবর ছড়িয়ে পড়লে জেলা পরিষদ ডাকবাংলা এলাকায় তাকে দেখতে ভিড় করেন সাধারণ মানুষ।
বিভি/রিসি
মন্তব্য করুন: