নৌকার সমর্থন করায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলার অভিযোগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা -৩ (লালমোহন তজুমদ্দিনে) আসনের তজুমদ্দিনে উপজেলায় নৌকা প্রতীকের প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন এর কর্মীকে মারধর করেছে প্রতিপক্ষ স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী মোঃ জসিম এর স্ত্রী ও সমর্থকরা।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকালে চাঁদপুর ইউনিয়নের মহাজন কান্দি চানমিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার সিরাজ (২৮) চাঁদপুর ইউনিয়নের আব্দুস শহীদ এর ছেলে।
স্থানীয়রা জানায়, বিকালে ভোলার তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নে মহাজন কান্দি চানমিয়া বাড়িতে স্বতন্ত্র প্রার্থী মো: জসিম এর স্ত্রী ফরজানা আক্তার ঈগল এর পক্ষে ভোট চাইতে যায়। তখন সিরাজ ঈগলে ভোট দেওয়ার কথা অস্বীকার করে নৌকার সমর্থক বলে জানান। এতে ক্ষিপ্ত হয়ে স্বতন্ত্র প্রার্থীর স্ত্রী ফারজানা আক্তার তার উপর চওড়া হয়। এসময় এক পর্যায়ে ঈগলের সমর্থকরা সিরাজকে মারধর করে।
পরে স্থানীয়রা এসে সিরাজকে উদ্ধার করে তজুমদ্দিনের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত সিরাজকে হাসপাতালে দেখতে যান আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন।
পরে উন্নত চিকিৎসার জন্য সিরাজকে ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়।
এই ঘটনায় স্বতন্ত্র প্রার্থী মো. জসিম জানান, আমার নির্বাচনী প্রতীক ঈগলের পক্ষে আমার সহধর্মিনী ফারজানা আক্তার ভোট চাইতে গেলে কিছু উশৃঙ্খল যুবক আমার স্ত্রীকে গালমন্দ করে। তখন আমার স্ত্রী ধাক্কা দেয়।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক জানান, নৌকার প্রার্থীর সমর্থকের উপর স্বতন্ত্র প্রার্থীর স্ত্রীর হামলার একটি ঘটনা ঘটেছে শুনেছি। তবে থানায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিভি/এজেড
মন্তব্য করুন: