জয়পুরহাট জেলা থেকে পাঁচ উপজেলায় যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে জয়পুরহাটের দুইটি আসনে অধীন পাঁচটি উপজেলায় ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী কঠোর নিরাপত্তার মধ্যে পাঠানো শুরু হয়েছে হচ্ছে।
শনিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় জয়পুরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার অধীনস্থ ট্রেজারি থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ব্যবহৃত গাড়িতে এসব ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী পাঠানো হয়। এসব বিষয় নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সালেহীন তানভীর গাজী।
উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জয়পুরহাটের এই দুইটি আসনে মোট ভোটার ৭ লাখ ৭৮ হাজার ৮৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৮৭১৬৮ জন, নারী ভোটার ৩৯১৭০২ জন। কেন্দ্র ২৫৪ টি, ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৮৯টি রয়েছে। তৃতীয় লিঙ্গের ভোটার- ৭ জন বলে জানিয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিভি/রিসি
মন্তব্য করুন: