• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মাগুরায় চলছে ভোট গ্রহণের শেষ মুহূর্তের প্রস্তুতি

প্রকাশিত: ১৯:৩৮, ৬ জানুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
মাগুরায় চলছে ভোট গ্রহণের শেষ মুহূর্তের প্রস্তুতি

রাত পোহালে  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে মাগুরায় ২৯৫টি নির্বাচনি কেন্দ্রে ভোটের সরঞ্জাম পৌঁছে গেছে। ৭ জানুয়ারি সকাল থেকে জেলার দুইটি আসনে মোট ৭ লাখ ৮৭ হাজার ৯২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 

শনিবার (৬ জানুযারি) সকালে ভোট গ্রহণের সরঞ্জাম বুঝে পেয়ে প্রিজাইডিং অফিসাররা তাদের সহকর্মীদের নিয়ে নিজ নিজ ভোটকেন্দ্র গোছাতে ব্যস্ত হয়ে পড়েন। বিকালে শহরের দরি মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় সেখানে বিদ্যালয় প্রাঙ্গণে ভোটা গ্রহণের ব্যাপক প্রস্তুতির কাজে ব্যস্ত শ্রমিকরা। এখানেই ভোট দেবেন সাকিব আল হাসান।

ইতিমধ্যে কেন্দ্রের ভেতরে পৃথক পৃথক বুথের জন্য ব্যালট বাক্সসহ আনুষাঙ্গিক জিনিসপত্র গুছিয়ে ফেলা হয়েছে। তৈরি করা হচ্ছে গোপন কক্ষ। এ কেন্দ্রটিতে সকালে ভোট দেয়ার কথা রয়েছে মাগুরা এক আসনের নৌকার মনোনীত প্রার্থী বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের।  


 

বিভি/রিসি

মন্তব্য করুন: