মুন্সীগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

জাল ভোট ও পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মুন্সীগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সোহানা তাহমিনা।
রবিবার দুপুর ২টার দিকে সাংবাদিকদের উদ্দেশ্যে ভোট বর্জনের কথা জানান তিনি।
মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা জানান, কেন্দ্রগুলোতে কোন ভোটার উপস্থিতি নেই।
তিনি বলেন, আমার এজেন্টদের বের করে তারা নৌকায় ভোট মেরে নিচ্ছে। এরকম নির্বাচনের মাঠে থাকা যায় না। তাই নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।
বিভি/রিসি
মন্তব্য করুন: