• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শ্বশুরের মৃত্যুর খবর শুনে পুত্রবধূর মৃত্যু

প্রকাশিত: ০১:১৪, ১৪ জানুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
শ্বশুরের মৃত্যুর খবর শুনে পুত্রবধূর মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাটে শ্বশুরের মৃত্যুর সংবাদ শুনে পুত্রবধূর মৃত্যু হয়েছে। এ নিয়ে এলাকায় একই পরিবারের দুই জনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যার পূর্বে উপজেলার পালশা ইউপির কালিনজিরা ওহিয়োরা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা লিটন-জসিমসহ আরো অনেকে জানান, বাড়ির পাশে বাশঁ ঝাড় থেকে বাঁশ কেটে আনার সময় বাড়ির কাছাকাছি এসে রাস্তার পরে গিয়ে সাহেব মিয়া (৬৫) মারা যায়। ধারণা করা হচ্ছে স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। শ্বশুরের মৃত্যুর সংবাদ শুনে আধাঘণ্টার ব্যাবধানে পুত্রবধূ ছমিরন (৪৫) অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

খবর নিয়ে জানা গেছে সাহেব মিয়ার পুত্রবধূ ছমিরন সম্পর্কে তার আপন ভাতিজি ছিল এবং সে ডায়াবেটিস ও হার্টের সমস্যায় ভুগছিলেন।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার পার্থ জিময় সরকার জানান, ছমিরন নামের এক গৃহবধূকে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছিলো কিছু মানুষ। কিন্তু পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায় তার মৃত্যু আগেই হয়েছে। পরে তার মরদেহ বাড়িতে নিয়ে যায়।
 

বিভি/রিসি

মন্তব্য করুন: