• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চলন্ত পাট বোঝাই ট্রাকে আগুন

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩৯, ২১ জানুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
চলন্ত পাট বোঝাই ট্রাকে আগুন

ঠাকুরগাঁওয়ে চলন্ত পাটবোঝাই ট্রাকে আগুন লেগে প্রায় ৫০ হাজার টাকার পাট ভস্মীভূত হয়। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনায় রক্ষা পায় প্রায় ১৫ লাখ টাকার পাট ।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. সারোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও ভুল্লী থানার পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে ঢাকাগামী পাটবোঝাই একটি ট্রাক রবিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় যখন ঠাকুরগাঁওয়ের ভুল্লী পাড় হচ্ছিলো তখন ভুল্লী থানার পাশে তিয়াস-তিমুর পেট্রোল পাম্পের সামনে এই অগ্নীকাণ্ডে সূত্রপাত হয়। মহাসড়কের উপর থাকা বৈদ্যুতিক তারের সাথে পাটের সংঘর্ষ হলে একটা শর্ট সার্কিট হয় এবং তা থেকেই এই অগ্নিকাণ্ড ঘটে বলে নিশ্চিত করে ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. সারোয়ার হোসেন জানান, ট্রাকের ওপর দিকে নিরাপদ সীমার উপরে পাট বোঝাই করার কারণে এবং এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। তবে ঘটনা ঘটার পরই ট্রাকের ড্রাইভার হেল্পারদের পাওয়া না যাওয়ায় আরও সুনির্দিষ্টভাবে কারণটা জানা যায়নি। এ সময় ঢাকা-ঠাকুরগাঁও রুটে প্রায় ১ ঘণ্টা ধরে যানজটের সৃষ্টি হয়।

ভুল্লী থানার পুলিশ এসে মহাসড়কে সৃষ্ট যানজট মুক্ত করে এবং পরবর্তীতে গাড়িটি পুনরায় লোড নিয়ে ঢাকার পথে রওয়ানা হয় বলে জানিয়েছেন ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মিয়া।
 

বিভি/রিসি

মন্তব্য করুন: