• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মা-বাবা ও মেয়েকে গলাকেটে হত্যা

প্রকাশিত: ০৯:১৮, ৩০ জানুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
মা-বাবা ও মেয়েকে গলাকেটে হত্যা

সিরাজগঞ্জের তাড়াশে স্বামী-স্ত্রী ও তাদের কন্যা সন্তানকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩০ জানুয়ারি) ভোরে উপজেলা বারোয়ারি বটতলা মহল্লা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন তাড়াশ পৌর এলাকার কালিচরণ সরকারের ছেলে বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও তাদের মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পারমিতা সরকার তুষি (১৫)।

স্বজনদের বরাত দিয়ে তাড়াশ থানার ওসি (তদন্ত) মো. নূরে আলম বলেন, ওই তিনজনকে গত দুদিন ধরে না পেয়ে স্বজনরা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। পরে বাসায় গিয়ে বাইরে থেকে তালা ঝোলানো দেখতে পান। পরে তারা থানায় খবর দেন। পরে পুলিশ তালা ভেঙে তাদের গলাকাটা মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, রবিবার রাত থেকে সোমবার দিনের যেকোনো এক সময় এই হত্যাকাণ্ড ঘটেছে।

 

বিভি/এইচএস

মন্তব্য করুন: