২৮ বছর পর প্রাণের উচ্ছ্বাসে মিলিত হয়েছে ৯৬ এর শিক্ষার্থীরা

স্মৃতির টানে ২৮ বছর পর শনিবার (৩ ফেব্রুয়ারি) ১ম পুনর্মিলনীতে সমাবেত হয়েছে কুমিল্লার মুরাদনগরের ঘোড়াশাল এ. কে. উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের শিক্ষার্থীরা। বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে স্মৃতিচারণ করে কাটিয়েছে সারাদিন। ফ্রেন্ডস ফর এভার স্লোগানে উৎসব মুখর পরিবেশে দিনটি উদযাপন করে প্রাক্তন শিক্ষার্থীরা।
স্মৃতিচারণ, গল্পকথা, সংগীত প্রভৃতি অনুষ্ঠানে উৎসব মুখর পরিবেশে তারা দিনটি অতিবাহিত করে। এক দিনের জন্য তারা ভুলে গিয়েছে সময়ের ব্যাবধান। যেন ২৮ বছর পূর্বের কিশোর বয়সে ফিরে গিয়েছে। প্রিয় প্রাঙ্গণের অনেক কিছুই বদলে গেছে, তারপরেও কৈশোরবেলার এই আপন আঙ্গিনায় সকলকে আবেগী করে তুলে।
প্রাক্তন শিক্ষকদের মধ্যে জনাব মতিউর রহমান, জনাব শাহজাহান, জনাব শওকত আলী ভূইয়া ও স্কুলের বর্তমান প্রধান শিক্ষক জনাব দেলোয়ার হোসেন এই মিলন মেলায় উপস্থিত ছিলেন।
শিক্ষকগণকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন বর্তমান প্রধান শিক্ষক জনাব দেলোয়ার হোসেন, প্রধান অতিথি ছিলেন এই স্কুলেরই প্রাক্তন প্রধান শিক্ষক জনাব মতিউর রহমান। দিন শেষে আবেগে আপ্লুত হয়েছে প্রাক্তন শিক্ষার্থীরা। গোধুলী বেলা আবার পরিযায়ী পাখির মত ফিরে যায় সকলে নিজ গন্তব্যে, সাথে নিয়ে যায় বহু স্মৃতি, অনেক কথা মালা, আবার মিলিত হবার আকাঙ্ক্ষা।
বিভি/রিসি
মন্তব্য করুন: