• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কৈমারী খাল পুনঃখননের কাজে অধিগ্রহণ ছাড়াই জমি নেয়ার অভিযোগ

প্রকাশিত: ১১:৪৮, ৫ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
কৈমারী খাল পুনঃখননের কাজে অধিগ্রহণ ছাড়াই জমি নেয়ার অভিযোগ

পঁচিশ বছর ধরে পড়ে থাকা কৈমারী খাল পুনঃখননের কাজ চলছে নীলফামারীর জলঢাকায়। খালের আশপাশের অন্তত সাত থেকে আটশ' হেক্টর জমি সেচের আওতায় আসবে। কিন্তু ওই এলাকায় কৃষকের মুখে হাসি নেই। অধিগ্রহণ ছাড়াই খালের জন্য জমি নেয়া হচ্ছে বলে অভিযোগ কৃষকদের। দাম পরিশোধের দাবি তাদের। 

জলঢাকা উপজেলার কৈমারী খালটি পঁচিশ বছর ধরে ভরাট ছিল। বর্ষায় খালের আশপাশের জমিগুলো থাকতো পানিতে তলিয়ে। কৃষকদের হতাশা দূর করতে গতবছরের ২১ নভেম্বর শুরু হয় এই খালের খনন কাজ। পুরোপুরি শেষ হওয়ার কথা জুনে। দুই-তৃতীয়াংশ কাজ এরইমধ্যে শেষের দিকে। 

খননের পর জমিগুলো এক ফসলী থেকে হয়ে উঠবে তিন ফসলী। খালের দুই ধার বাড়িয়ে ২৩ থেকে ২৫ ফিট করার কথা থাকলেও সেখানে অধিগ্রহণ ছাড়াই কাটা হচ্ছে প্রায় ৬০ থেকে ৭০ ফিট জমি- অভিযোগ কৃষকদের। 

কৃষকরা বলছেন, প্রভাবশালী মহলের ইন্ধনে ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন চাঁদাবাজিসহ হয়রানিমূলক মামলার ভয়ভীতি দেখিয়ে তাদের মুখ বন্ধ করতে চাচ্ছে। কৃষকরা চাইছেন-ন্যায়সম্মতভাবে খালটি খনন হোক।।   

তবে জেলা প্রশাসক বলছেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কাছ থেকে জমি অধিগ্রহনের প্রস্তাব আসলে দ্রুত ক্ষতিগ্রস্তদের । অর্থ হস্তান্তর করা হবে।   

খালটি খননে বদলে যাবে ওই এলাকার আর্থ-সামাজিক চিত্র- এমনটাই আশা নীলফামারী বরেন্দ্র কর্তৃপক্ষের।

কৈমারী রথবাজার থেকে তিস্তা ক্যানেলের সাইফুন ব্রিজ পর্যন্ত প্রায় ৪.০৩ কিলোমিটার খাল খননে ব্যয় হচ্ছে প্রায় ৫৪ লক্ষ ৬৫ হাজার ৭শত ২৭ টাকা। 

বিভি/রিসি

মন্তব্য করুন: