• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

অল্পের জন্য বেঁচে গেলো একটি পরিবার, বিকট শব্দে মর্টারশেল বিস্ফোরণ

প্রকাশিত: ১১:২৯, ৬ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
অল্পের জন্য বেঁচে গেলো একটি পরিবার, বিকট শব্দে মর্টারশেল বিস্ফোরণ

গুলি ও মর্টারশেলের আঘাতে দুইজন নিহত হওয়ার একদিনে পরে আজ আবারও মিয়ানমারের মর্টারশেল গুলিতে এসে পড়লো বাংলাদেশে। 

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সীমান্তের মধ্যম ঘুমধুম এলাকায় এই ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল সীমান্তের মধ্যম ঘুমধুম এলাকায় একটি বসতবাড়ীতে এসে পড়েছে। তবে এতে কেউ হতাহত না হলেও ঘরের জানালার গ্লাস ভেঙে যায় গেছে। দেয়ালে বেশ কিছু গুলি এসে লাগেছে। এসময় লোকজন আতঙ্কিত হয়ে দিকবিদিক ছোটাছুটি করেছে। 

স্থানীয়রা আরও জানান, মর্টারশেলটি মাত্র ২৫ গজ দূরে এসে বিকট শব্দে বিস্ফোরিত হয়, এতে ঘরের দেয়ালে গভীর ক্ষত ও কাঁচের জানালা ভেঙে যায়।
 

বিভি/এইচএস

মন্তব্য করুন: