সাদ কান্ধলভীকে আজকের মধ্যে ভিসা ইস্যু করার দাবিতে আল্টিমেটাম

৫৭তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশগ্রহণের উদ্দেশ্যে মাওলানা সাদ কান্ধলভীকে আজকের মধ্যে ভিসা ইস্যু করার দাবিতে আলটিমেটাম দিয়েছে সাধারণ মূসল্লী পরিষদ বাংলাদেশ নামে একটি সংগঠন।
তারা বলেন, ৫ বছর আগে সম্পাদিত চুক্তি অনুসারে ইজতেমার দুই পর্বের আয়োজকরা সমান সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিলো। বাস্তবে ১ম পর্ব আয়োজকরা সকল সুযোগ ভোগ করলেও ২য় পর্ব আয়োজকরা সুযোগ সুবিধা পাচ্ছে না। আর ১ম পর্ব আয়োজকরা তাদের সর্বোচ্চ মূরব্বীকে নিয়ে ইজতেমা করার সুযোগ পেলেও ২য় পর্ব আয়োজকদের এই সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানের বিদেশি খিত্তা গেটে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মূফতি মূয়াজ বিন নূর এবং মূফতি আজিমউদ্দিন।
সকালে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মূফতি মিজানুর রহমান, মুফতি আরিফ হোসেন, মাওলানা আনাস, সৈয়দ মাসুম, আতাউর রহমান, আতাউল্লাহসহ অনেক মূসল্লী উপস্থিত ছিলেন।
বিভি/রিসি
মন্তব্য করুন: