বোরকা পরে বালিকা বিদ্যালয়ে ঢুকে ধরা পড়লো বালক, অতঃপর...

নাটোর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বোরকা পরে প্রবেশের সময় পুলিশের হাতে আটক হয়েছেন নাটোর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী। বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে বিদ্যালয় চত্ত্বরে ঘটে। পরে শিক্ষার্থীটিকে আটক করে নাটোর সদর থানায় নেয়া হয়েছে।
নাটোর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন জানান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে আজ বিকালে বিদ্যালয় চত্ত্বরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় বিকেল বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রবেশ করছিলেন। একই সময় সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রভাতি শাখার নবম শ্রেণীর শিক্ষার্থী সাদমান সাকিব নামে একটি ছাত্র বোরকা পরে প্রবেশ করে। ছাত্রটির চলন সন্দেহ হলে বিদ্যালয়ের শিক্ষকরা পুলিশকে জানায়। পরে পুলিশ তাকে আটক করতে গেলে তার সাথে ধস্তাধস্তি হয় পুলিশের। পরে তাকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায় বলে জানান, প্রধান শিক্ষক।
এ ঘটনায় নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সরকারী মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করেও ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জানা যায়নি।
বিভি/এজেড
মন্তব্য করুন: