• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ঘুমধুম সীমান্তে অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৭, ৮ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
ঘুমধুম সীমান্তে অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত জুড়ে চলছে তীব্র উত্তেজনা। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকা থেকে একটি অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড নোয়াপাড়া এলাকা থেকে এ মর্টারশেলটি উদ্ধার করা হয়।

জানা গেছে, দুপুরে নোয়াপাড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টারশেলটি দেখতে পেয়ে স্থানীয়রা প্রশাসনকে খবর দেয়। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা এসে মর্টারশেলটি নিজেদের হেফাজতে নেয়।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ঘুমধুম নোয়াপাড়া থেকে মিয়ানমারের অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।’

ঘুমধুম পুলিশ ফাঁড়ির তদন্ত কেন্দ্রের পরিদর্শক মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া জানান, নোয়াপাড়া এলাকা থেকে অবিস্ফোরিত একটি মর্টারশেল উদ্ধার করেছে বিজিবি।

তবে মর্টারশেলটির কাদের ছোড়া সে বিষয়ে বিস্তারিত তথ্য এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি। 

বিভি/এইচএস

মন্তব্য করুন: