• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সীমান্তের খুব কাছে পড়ে আছে কয়েকটি মরদেহ

প্রকাশিত: ১০:৩৩, ১০ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
সীমান্তের খুব কাছে পড়ে আছে কয়েকটি মরদেহ

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘর্ষ কিছুটা কমলেও থেমে থেমে শোনা যাচ্ছে গুলির শব্দ। এতে আতঙ্কে রয়েছে টেকনাফ সীমান্তের বাসিন্দারা। 

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল উখিয়া সীমান্তের রহমতের বিল এলাকায় কয়েকজনের মরদেহ পড়ে আছে বলে দাবি করছে স্থানীয়রা। 

স্থানীয়রা কৃষকরা জানান, সীমান্তে তিন থেকে চারটি মরদেহ পড়ে থাকতে তারা দেখেছেন। সেগুলো কিউ নিচ্ছে না। 

স্থানীয় বাসিন্দা সাবেক স্কুলশিক্ষক নুরুল বশর বলেন, ‘রহমতের বিল থেকে ওপারে মিয়ানমারের ঢেঁকিবুনিয়া সীমান্তের দূরত্ব আধা কিলোমিটার। সীমান্তের এপারে তিন থেকে চারটি মরদেহ পড়ে আছে। 

উখিয়া থানার ওসি শামীম হোসেন বলেন, উখিয়া সীমান্তের রহমতের বিল এলাকায় কয়েকটি মরদেহ পড়ে আছে। স্থানীয় লোকজনের কাছ থেকে এমন খবর পেয়ে শুক্রবার দুপুরে পুলিশ সেখানে যায়। কিন্তু সীমান্তের একেবারে কাছাকাছি লাশগুলো থাকায় নিরাপত্তাজনিত কারণে পুলিশ তা উদ্ধার করতে পারেনি। তবে চেষ্টা চলছে।

এছাড়াও শুক্রবার দুপুরে ঘুমধুম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড তমব্রু পশ্চিমকূল এলাকা থেকে একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা ধানক্ষেতে কাজ করতে গিয়ে মর্টারশেল দেখতে পেয়ে প্রশাসনকে খবর দেন। পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে এসে মর্টারশেলটি নিজেদের হেফাজতে নিয়েছে।

বিভি/এইচএস

মন্তব্য করুন: