আত্মরক্ষায় কারাতে প্রশিক্ষণ নিচ্ছেন পটুয়াখালীর মেয়েরা

পটুয়াখালীতে কলেজ পড়ুয়া নারী শিক্ষাথীদের নিরাপত্তা নিশ্চিতকরণে আত্মরক্ষামূলক কারাতে প্রশিক্ষণ চলছে। জেলায় প্রথমবারের মতো কলেজ পর্যায়ের মেয়েদের কারাতে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। এ প্রশিক্ষণের মাধ্যেমে নারীরা আত্মবিশ্বাসী ও সাহসীকতার সাথে পথ চলতে পারবে।
প্রথবারের মতো পটুয়াখালী সরকারী মহিলা কলেজ পড়ুয়া নারী শিক্ষাথীদের নিরাপত্তা নিশ্চিতকরণে এমন আত্মরক্ষামূলক কারাতে প্রশিক্ষণ শুরু হয়েছে। এ প্রশিক্ষণে ৫০ জন নারী শিক্ষার্থী অংশগ্রহণ করছে।
রাস্তাঘাটে নারীর চলাচল এখনও শতভাগ নিরাপদ নয়। ছিনতাই-বখাটেদের উৎপাতের বাজে অভিজ্ঞতা প্রায় প্রতিটি তরুণ শিক্ষার্থীদের। অপমান হজম না করে প্রতিবাদী হতে আত্মরক্ষার প্রয়োজনে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। মেয়েদের এমন সাহসী করে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করছে মার্শাল আর্ট বা কারাতে। চলার পথে নিজের আত্মরক্ষা সুনিশ্চিত করে মনোবল ও মনোযোগ বাড়িয়ে তুলতে দিন দিন কারাতে শেখায় নারীদের অংশগ্রহণ করাচ্ছে বলেও জানান এই শিক্ষার্থীরা।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, নারীরাও এগিয়ে যাচ্ছে। নারীদের নিরাপত্তার জন্য নারীদেরকে প্রস্তুত করতে হবে। এ জন্য অভিভাবক সমাজকে এগিয়ে আসতে হবে। প্রথম পর্যায়ে এ প্রশিক্ষণে ৫০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করছে। সামনে আরও বাড়বে।
শিক্ষার্থীরা জানান, নারীদের নিরাপত্তার জন্য নারীদেরকে প্রস্তুত করতে হবে। এ জন্য মেয়েদের নিরাপত্তার জন্য এ কারাতে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি।
প্রথবারের মতো পটুয়াখালী সরকারী মহিলা কলেজে কারাতে চর্চা শুরু হয়েছে। শুধু আত্মরক্ষায়ই নয়, কারাতে শিখলে মানুষের সামগ্রিক জীবনধারা বদলে যাওয়ার সঙ্গে বাড়ে রোগপ্রতিরোধ ক্ষমতা। বিচিত্র কলাকৌশলের এই ক্রীড়া নারীকে আত্মবিশ্বাসী ও সাহসী করে গড়ে তোলে।
বিভি/রিসি
মন্তব্য করুন: