• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জামালপুরে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির চমক

প্রকাশিত: ২৩:০৮, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
জামালপুরে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির চমক

উৎসবমুখর পরিবেশে জামালপুর পৌরসভা ফুটবল একাদশের সাথে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপির খেলা দেখতে স্টেডিয়াম কানায় কানায় দর্শক পরিপূণ হয়ে যায়। ব্যারিস্টার সুমন এমপিকে দেখতে দুপুর থেকেই তার ভক্তরা দূর-দূরান্ত থেকে ছুটে আসে আব্দুল হামিদ স্টেডিয়ামে। 

জামালপুর পৌরসভা কর্তৃক আয়োজিত প্রীতি এই ফুটবল ম্যাচটি জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। ম্যাচটি শুরু হওয়ার আগে জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।

পরে উভয় দলের প্লেয়ারদের সাথে পরিচিতি পর্ব শেষ করে ফুটবল ম্যাচটির উদ্বোধন ঘোষণা করা হয়। খেলাটির প্রথম অধ্যায়ে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমীকে ১ গোল দেয় জামালপুর পৌরসভা ফুটবল একাদশ। হাড্ডাহাড্ডি খেলার হাফটাইম অর্থাৎ শেষের দিকে সাদা কালার ১০ নম্বর জার্সি পরিহিত ব্যারিস্টার সুমন জামালপুর পৌরসভা ফুটবল একাদশকে গোল দিয়ে সমতায় নিয়ে আসে। খেলার নির্দিষ্ট সময় শেষ হলে খেলার ফলাফল ড্র হয়। এখানেই খেলার সমাপ্তি করা হয়।

বিভি/রিসি

মন্তব্য করুন: