• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পটুয়াখালী শত বছর পুরনো বড় জামে মসজিদের পুননির্মাণ কাজের উদ্বোধন 

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
পটুয়াখালী শত বছর পুরনো বড় জামে মসজিদের পুননির্মাণ কাজের উদ্বোধন 

পটুয়াখালী জেলা শহরের একশত বছর পুরনো ঐতিহ্যবাহী বড় জামে মসজিদ এর পুননির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে শহরের পুরাতন আদালত পাড়ায় অবস্থিত মসজিদ এর পুননির্মাণ কাজের ফলক উন্মোচন করেন জেলা প্রশাসক ও বড় জামে মসজিদ ওয়াকফা এস্টেট কমিটির সভাপতি মো. নূর কুতুবুল আলম।

এ সময় অনান্যদের মধ্যে পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মন্নান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুন আর রশিদ, ইসলামিক ফাউন্ডেশন এর উপ পরিচালক মাহবুব আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিব দাস এবং বড় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আবু সাইদসহ মসজিদের মুসুল্লিরা উপস্থিত ছিলেন। 

১৯০৮ সালে বড় জামে মসজিদটি প্রতিষ্ঠিত হয়। মসজিদটি জরাজীর্ণ হয়ে যাওয়ায় নতুন মসজিদ নির্মাণের জন্য ২০২৩ সালের ৮ ফেব্রুয়ারি পুরাতন মসজিদ ভবনটি ভেঙে ফেলা হয়েছিল।
 

বিভি/রিসি

মন্তব্য করুন: