গাজীপুরে অতিরিক্ত মধ্যপানে ৩ জনের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা সরকারবাড়ী এলাকায় শুক্রবার রাতে অতিরিক্ত মদ্যপানে ৩ জনের মৃত্যু হয়েছে। নিহত ২ জনের লাশ টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে এবং একজনের লাশ গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।
নিহতরা হলেন, জয়পুর হাটের পাচঁবিবি উপজেলার র্পূব বালীখোলা গ্রামের আজিবর হোসেনের ছেলে হেলাল উদ্দিন (৪৫)। তিনি স্থানীয় বাজারে মাংসের ব্যবসা করতেন। অপর দু’জন হলেন দিনাজপুরের শিমুলতলা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে কাদেরুল ইসলাম (২৮) এবং একই এলাকার সাইদুর রহমান বিশু। তারা সবাই পূর্ব চান্দরা সরকারবাড়ি বাজার এলাকায় দুলাল সরকারের বাড়িতে ভাড়া থাকতেন। নিহতদের মধ্যে বিশু ওই ভাড়া বাসায়ই মারা গেছেন, এবং অন্য দুইজন কুমুদ্দিনী হাসপাতালে মারা গেছেন ।
ওই বাসার ভাড়াটিয়া ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে হঠাৎ তারা অসুস্থ হয়ে যায়। মুখ দিয়ে লালা বের হতে দেখা যায়। স্থানীয়দের ধারণা, তারা সবাই মদ খেয়ে অসুস্থ হয়ে যায়। সাইদুল ইসলাম বিশু বাসাবাড়িতেই মারা গেলে রাতেই গ্রামের বাড়ি নিয়ে যায় এবং বাকি দু’জনকে রাতেই র্মিজাপুর কুমুদিনী হাসাপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে তাদের মৃত্যু হয়েছে।
টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী হাসপাতালের ডিজিএম (অপারেশন) অনিমেষ ভৌমিক লিটন বলেন, দুইজন রাস্তাতেই মারা গিয়েছিল, দুইজনকে জরুরি বিভাগে আনার পরে মৃত ঘোষণা করেছে, ওরা মৃত থাকায় চিকিৎসা পায়নি। আরেকজন ভর্তি হয়েছিল কিন্তু ভর্তি হওয়ার এক দেড় ঘণ্টা পর মারা গেছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম বলেন, কুমুদিনী হাসপাতালে ২ জনের মরদেহ রয়েছে। মির্জাপুর থানাকে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। স্থানীয়রা বলছেন মদ্যপানে মারা গেছে। বিষয়টি ময়নাতদন্তের পর জানা যাবে।
বিভি/রিসি
মন্তব্য করুন: