কুসিক নির্বাচন: অভিযোগ পাল্টা অভিযোগ, চলছে প্রচারণাও

কুমিল্লা সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনের শেষ সময়ে ব্যস্ততম সময় পার করছেন প্রচার প্রচারণায়। করছেন গণসংযোগ, উঠান বৈঠক। এছাড়া একে অপরের বিরুদ্ধে হামলা-ভাংচুর ও মারধরের অভিযোগে সংবাদ সম্মেলনও করেন।
কুসিক নির্বাচনের টেবিল ঘড়ি প্রতিকের মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু তাঁর উঠান বৈঠক ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ এনে রাতে সংবাদ সম্মেলন করেন।
অপরদিকে মঙ্গলবার (৫ মার্চ) সকালে কুমিল্লা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে টেবিল ঘড়ি প্রতীকের সমর্থকদের হামলায় বাস প্রতীকের তিন কর্মী আহত হয়েছেন বলে দাবি করে সংবাদ সম্মেলন করা হয়।
আরও পড়ুন: কুমিল্লায় মেয়র পদে আ.লীগের প্রার্থী বাহার কন্যা
এদিকে নগরীর ৮ নম্বর ওয়ার্ডের ঠাকুরপাড়া এলাকা থেকে গণসংযোগ শুরু করেন ঘোড়া প্রতীকের নিজাম উদ্দিন কায়সার ও রানীরবাজার এলাকা থেকে গণসংযোগ করেন হাতি প্রতীকের নূর উর রহমান মাহমুদ তানিম।
কুমিল্লা সিটির ২৭টি ওয়ার্ডে আগামী ৯ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে শেষ হবে প্রচার-প্রচারণা।
বিভি/রিসি
মন্তব্য করুন: