• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মুন্সীগঞ্জে শুরু হলো স্মার্ট ব্রিগেড ও হেলথ কার্ড বিতরণ কার্যক্রম

নিজস্ব প্রতিনিধি 

প্রকাশিত: ২২:৫৭, ৯ মার্চ ২০২৪

আপডেট: ২৩:১৫, ৯ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
মুন্সীগঞ্জে শুরু হলো স্মার্ট ব্রিগেড ও হেলথ কার্ড বিতরণ কার্যক্রম

মুন্সীগঞ্জে শুরু হল “স্মার্ট বাংলাদেশ ব্রিগেড” ও বীর মুক্তিযোদ্ধাদের ‘ হেলথ কার্ড’ বিতরণ কার্যক্রম। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্‌ উদ্দিন চৌধুরী শুক্রবার সদরের রামপাল এনবিএম উচ্চ বিদ্যালয় মাঠে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্মার্ট বাংলাদেশ ব্রিগেড ও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য হেলথ কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। 

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. আবুজাফর রিপনের বিশেষ উদ্যোগে স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট সোসাইটি- এই চারটি মূল ভিত্তির ওপর নির্ভর করে ২০৪১ সাল নাগাদ একটি সাশ্রয়ী, টেকসই, বুদ্ধিদীপ্ত, জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ এর পরিকল্পনায় ও ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের সমন্বয়ে “স্মার্ট ব্রিগেড” গঠন করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে স্মার্ট ব্রিগেড গঠন করা হবে। স্মার্ট ব্রিগেড প্রান্তিক পর্যায়ে সকলকে স্মার্ট বাংলাদেশ সম্পর্কে ধারণা দিবে। গ্রামের প্রান্তিক পর্যায়ের শ্রমিক, কৃষক ভাইদের ডিজিটাল ডিভাইস ( ল্যাপটপ, প্রিন্টার, স্মার্ট ফোন, রাউটার ইত্যাদি) ভীতি দূরকরণে এটি যথাযথ ভূমিকা পালন করবে।  

একই সাথে গ্রামের মানুষের দৈনন্দিন সমস্যা সমূহের সমাধানের জন্য জেলা, উপজেলার কোন দপ্তরে যেতে হবে, অনলাইনে কিভাবে সমাধান পাওয়া যাবে এ সংক্রান্ত দপ্তরের কর্মকর্তাগণের মোবাইল নম্বর গ্রাম - গঞ্জের প্রান্তিক মানুষকে সরবরাহ করবে ব্রিগেডের সদস্যগণ। 
 

আরও পড়ুন: মুন্সীগঞ্জে গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ  


এছাড়া স্মার্ট ব্রিগেড ফ্রিল্যান্সিং, বেসিক কম্পিউটিং, সাইবার সিকিউরিটি জ্ঞান সম্পর্কে শিশু থেকে বৃদ্ধ সকলকে জানানোর মাধ্যমে স্মার্ট সিটিজেন গঠনে সরাসরি ভূমিকা পালন করবে।  

“কাউকে পেছনে ফেলে নয়, সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবো” প্রধানমন্ত্রী শেখ হাসিনার নীতিকে সামনে রেখে জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ স্মার্ট ব্রিগেড গঠন করেছে।

এদিকে,হেলথ কার্ডে প্রতি মাসে বীর মুক্তিযোদ্ধাদের ওজন, ব্লাডপ্রেসার, ব্লাড সুগার পরিমাপের রেকর্ড থাকবে। এছাড়াও ECG, CBC, S. Creatinine, Fasting Lipid, SGPT ইত্যাদি বিশেষ কিছু পরীক্ষার রেকর্ড রাখার ব্যবস্থা রাখা হয়েছে। সাথে ডাক্তারের ব্যবস্থাপত্র রয়েছে।

প্রতি মাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে তাদের এ সকল ডাটা নেওয়া হবে ফলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ বীর মুক্তিযোদ্ধাদের সম্ভাব্য স্বাস্থ্যগত ঝুঁকি সম্পর্কে পূর্বেই জানতে পারবেন এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।  
 

বিভি/রিসি

মন্তব্য করুন: