• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মুন্সীগঞ্জ পৌরসভায় প্রথম নারী মেয়র ফাহরিয়া আফরিন

নিজস্ব প্রতিনিধি 

প্রকাশিত: ২৩:২৫, ৯ মার্চ ২০২৪

আপডেট: ১০:৫৯, ১০ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
মুন্সীগঞ্জ পৌরসভায় প্রথম নারী মেয়র ফাহরিয়া আফরিন

মুন্সীগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন জগ প্রতীকের প্রার্থী চৌধুরী ফাহরিয়া আফরিন। তার প্রাপ্ত ভোট ২২ হাজার ১৮৮। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নারিকেল গাছ প্রতীকের এস এম মাহাতব উদ্দিন কল্লোল ভোট পেয়েছেন মাত্র ৫৪৬ টি। ফলে বেসরকারিভাবে ২১ হাজার ৬৪২ ভোট বেসি পেয়ে মুন্সীগঞ্জ পৌর মেয়র পদে নির্বাচিত হয়েছেন চৌধুরী ফাহরিয়া আফরিন। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রাথী হয়ে নির্বাচনে জয়ী সংসদ সদস্য হাজী মো. ফয়সাল বিপ্লবের সহধর্মিণী এবং জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মো. মহিউদ্দিন এর পুত্রবধূ। 

আরও পড়ুন: প্রথম নারী মেয়র পেলো কুমিল্লা সিটি কর্পোরেশন

৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত মুন্সীগঞ্জ পৌরসভার ভোটার সংখ্যা ৫৭,৯৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৯,০১৭ জন ও নারী ভোটার ২৮,৯৪৩ জন। ২৫ টি ভোট কেন্দ্রের ১৫৭ টি ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত  হয়।

উল্লেখ্য, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ফয়সাল বিপ্লব দ্বাদশ সংসদ নির্বাচনের অংশ নেওয়ার জন্য স্বেচ্ছায় মেয়র পদ থেকে অব্যাহতি নেন। এতে পদটি শূন্য হয়।
 

বিভি/রিসি

মন্তব্য করুন: