রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে ভাংচুর, মৃতব্যক্তির ছেলেকে পুলিশে সোপর্দ

রোগীর মৃত্যুকে ঘিরে চিকিৎসকের উপর স্বজনদের হামলার প্রতিবাদে জামালপুর জেনারেল হাসপাতালে ধর্মঘট পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা, তারা মরদেহের ছাড়পত্র দেয়নি, পরে মৃতব্যক্তির ছেলেকে পুলিশে সোপর্দ করার পর ছাড়পত্র দেন তারা।
জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান জানান, শহরের রশিদপুর গ্রামের ৬০ বছর বয়সী গুল মাহমুদকে ভোরে হাসপাতালের জরুরি বিভাগে নেয়ার পর চিকিৎসক তাকে মেডিসিন ওয়ার্ডে পাঠান।
কর্তব্যরত চিকিৎসক মঞ্জুরুল হাসান ও ফাহমিদুল ইসলাম জানান, তারা রোগীকে মৃত দেখতে পান। গুল মাহমুদ মৃত এ কথা জানানোর সাথে সাথে রোগীর স্বজনরা হাসপাতালে ভাংচুর, হৈচৈ করে, তারা তিন ডাক্তারকে মারধর করেন।
এদিকে, পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহীনুর রহমান শাহীন জানান, চিকিৎসকের অবহেলায় গুল মাহমুদ মারা যান। স্বজনরা উত্তেজিত হলে গুল মাহমুদের মরদেহ ৮ ঘণ্টা হাসপাতালে কর্তৃপক্ষ আটকে রাখে। পরে গুল মাহমুদের বড় ছেলে হায়দার আলীকে পুলিশের কাছে সোপর্দ করা হলে মরদেহের ছাড়পত্র দেয়া হয়।
বিভি/রিসি
মন্তব্য করুন: