• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মানিকগঞ্জে গাজাসহ যুবক আটক

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:০৯, ২৫ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
মানিকগঞ্জে গাজাসহ যুবক আটক

মানিকগঞ্জ সদর উপজেলার বড় বরুন্ডী এলাকা থেকে পাঁচ কেজি গাঁজাসহ মিঠুন শিকদারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। 

সোমবার (২৫ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইনচার্জ আবুল কালাম। আটকৃত মিঠুন শিকদার সদর উপজেলার বড় বরুন্ডি এলাকার মৃত আক্তার শিকদারের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, পুলিশ সুপার গোলাম আজাদ খানের নির্দেশনায় গোয়েন্দা পুলিশের ইনচার্জ আবুল কালামের তত্ত্বাবধানে সাব ইন্সপেক্টর নাফিজ ইমতিয়াজ জুয়েল মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে বড় বরুন্ডি এলাকায় অভিযান পরিচালনার সময় মিঠুন শিকদারকে ৫ কেজি গাঁজাসহ আটক করা হয়।

জব্দকৃত মাদকের আনুমানিক বর্তমান বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা। আটককৃতের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে এবং নতুন করে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত একটি মামলাও দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।

বিভি/রিসি

মন্তব্য করুন: