• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রুমার পর এবার থানচিতে দিনে-দুপুরে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি

প্রকাশিত: ১৩:৫২, ৩ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
রুমার পর এবার থানচিতে দিনে-দুপুরে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি

বান্দরবানের রুমার পর এবার থানচির সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা বাজার ঘেরাও করে রেখেছে। কয়েক রাউন্ড গুলির তথ্যও পাওয়া গেছে। 

রুমা উপজেলার সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনা নিয়ে আলোচনার মধ্যেই থানচির ব্যাংক দু'টিতে দিনে দুপুরে হামলা হয়েছে। ব্যাংকের ভল্ট খুলতে না পারলেও, ডাকাতরা ক্যাশে থাকা সব টাকা নিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছে।

এদিকে, রুমার সোনালী ব্যাংকের ম্যানেজারসহ লুট করা মালামাল উদ্ধারে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনী। 

এ বিষয়ে সকালে রুমা উপজেলা পরিষদ পরিদর্শন করেছে সেনাবাহিনী, পুলিশ, বান্দরবানের জেলা প্রশাসক ও সোনালী ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক। 

জেলা প্রশাসক শাহ্ মুজাহিদ উদ্দিন জানান, ব্যাংকে ভল্টের বিষয়ে সিআইডি ও পুলিশের এক্সপার্ট টিম কাজ করবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি। 

এর আগে, মঙ্গলবার রাত ৯টার দিকে অস্ত্রসহ ৬০ থেকে ৭০ জন মুখোশধারী যুবক রুমার সোনালী ব্যাংকে হামলা করে। এসময় তারা দুই কোটির বেশি নগদ টাকা লুট করার পাশাপাশি যাওয়ার সময় আনসার ভিডিপির ১০টি ও পুলিশের ৮টি আগ্নেয়াস্ত্র লুট করে। ব্যাংক লুটের সময় ডাকাতরা ব্যাংকের ভেতরে ব্যাপক ভাংচুর চালায় এবং ফাইলপত্র তছনছ করে। ডাকাতির ঘটনার জন্য বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট- কেএনএফ কে দায়ী করেছে স্থানীয় লোকজন।

বিভি/রিসি

মন্তব্য করুন: