মৌসুম শুরুর আগেই ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

কুয়াকাটায় একে জেলের জালে ধরা পড়েছে ২২০ মন ইলিশ। মৌসুম শুরুর আগেই জেলেদের জালে ধরা পড়লো বিপুল পরিমাণ রুপালী ইলিশ।
শুক্রবার (৫ এপ্রিল) বঙ্গোপসাগরে মৌডুবি এলাকা থেকে পূর্ব-দক্ষিণ ৪০ কিলোমিটার গভীরে মাছগুলো পান এফবি আল্লাহর দয়া-১ নামে একটি ট্রলারের জেলে সূর্য মাঝি।
সমুদ্রে জাল ফেলে টানতেই দেখা যায় পুরো জাল জুড়ে মাছ। আবহাওয়া অনুকূলে থাকার কারণে এই বছরের সবচেয়ে বেশি মাছ এই মাঝির জালে মিললো।
মাছের পরিমাণ বেশি হওয়ায় তিনি কিছু মাছ আলাদা করেন অন্য ট্রলারে দিয়ে দেন। শনিবার (৬ এপ্রিল) রাতে মৎস্য বন্দর আলীপুরের খান ফিসে নিলামের মাধ্যমে মাছ বিক্রি শুরু করেন। রবিবার (৭ এপ্রিল) সকালে এই মাছ বিক্রি শেষ হয়।
সর্বনিম্ন পাঁচ হাজার ছয়শ' টাকা মণ থেকে সর্বোচ্চ পয়ত্রিশ হাজার টাকা মণ দরে বিক্রি হয় মাছগুলো। পাইকাররা জানান, এই মাছ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে পহেলা বৈশাখকে সামনে রেখে।
বিভি/রিসি
মন্তব্য করুন: