নোয়াখালীতে গণপরিবহনে চাঁদাবাজি, টাকা ও রশিদবইসহ আটক ৭

ফেনী-নোয়াখালী সড়কের দাগনভূঁইয়া বাজারে বিভিন্ন পরিবহন থেকে ভয়ভীতি ও চাঁদার জন্য মারধর করার অভিযোগে ৭ চাঁদাবাজকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে দাগনভূঁইয়া জিরো পয়েন্ট এলাকায় ট্রাক, মিনি ট্রাক, বাস ও সিএনজি শ্রমিকদের থেকে চাঁদার টাকাসহ তাদের হাতে-নাতে আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে বিভিন্ন গাড়ি হতে আদায় করা চাঁদার ৩৩ হাজার ২শত ২৫ টাকা এবং দাগনভূঁইয়া পৌরসভার নামে চাঁদা আদায়ে বিপুল পরিমাণ রশিদ বহি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত চাঁদাবাজরা হচ্ছেন, ফেনীর দাগনভূঁইয়ার আমান উল্লাহপুরের মফিজ উল্লাহ ছেলে আনোয়ার হোসেন। সোনাগাজীর আটকাইম গ্রামের শুক্কুরের ছেলে আব্দুল আল রাজু, ইসলামপুরের আবুল বাশারের ছেলে মো. ইউসুফ, উত্তর চিধরপুর গ্রামের রমজান আলী, উত্তর চাঁদপুর মাঈন উদ্দিন ও মো. জাকির হোসেন।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মোহাম্ম্দ সাদেকুল ইসলাম এই তথ্য সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। গ্রেপ্তাকৃতেদের দাগনভূঁইয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
মন্তব্য করুন: