কুষ্টিয়ায় অনাবৃষ্টি ও দাবদাহ থেকে বাঁচার প্রার্থনায় ইসতিসকার নামাজ

কুষ্টিয়ায় অনাবৃষ্টি ও দাবদাহ থেকে বাঁচার প্রার্থনায় ‘ইসতিসকার’ নামাজ আদায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে এই ইসতিসকার নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে অসহনীয় গরম থেকে জীবন বাঁচতে বুধবার কুষ্টিয়ায় তৃতীয় দিনের মতো বৃষ্টির জন্য ‘ইসতিসকার’ নামাজ আদায় করেন মুসল্লিরা।
কুষ্টিয়া সরকারি কলেজ মাঠের নামাজ শেষে যাপিত জীবনের করা ভুলত্রুটির ক্ষমা চেয়ে বৃষ্টির জন্য কান্নাকাটি করেন মুসল্লিরা। নামাজের ইমামতি ও দোয়া পরিচালনা করেন মাওলানা মুহাদ্দিস শারাফাত হুসাইন। তিনি বলেন,‘আমরা পুরোপুরি সুন্নত পালন করেছি। তিনদিন একই সময়ে ‘সালাতুল ইসতিসকার’ আদায় করেছি। দোয়া করে ক্ষমা প্রার্থনা করেছি। আল্লাহ যেন আমাদের মাফ করে বৃষ্টি দেন সেই আশায়’।
কুমারখালী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ জানান, সকালে তাপমাত্রা কিছুটা কম ছিল। কিন্তু দুপুর হতে না হতেই ৩৮ ডিগ্রি উঠে যায়। বিকালে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যায়। কুষ্টিয়া অঞ্চলে বৃষ্টির কোনো আভাস নেই বলেও জানান তিনি।
বিভি/রিসি
মন্তব্য করুন: