দেবীর কপালে সিঁদুর দিয়ে সেলফি তুলতে গিয়ে জীবন গেল রানীর

মলি রানী সাহা
বাসন্তী দেবীকে সিঁদুর দিয়ে সেলফি তুলতে গিয়ে আগুনে পুড়ে জীবন গেল মানিকগঞ্জের মলি রানী সাহার(৪৬)। গত ১৮ এপ্রিল মানিকগঞ্জের গংগাধর পট্টির বনগ্রাম এলাকার কালীবাড়ী মন্দিরে আগুনে পুড়ে যান তিনি। এক সপ্তাহ চিকিৎসা শেষে মৃত্যুর কাছে হার মানেন মলি রানী সাহা।
নিহত মলি রানী সাহা মানিকগঞ্জের গংগাধর পট্টির বনগ্রাম এলাকার মৃত পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন চন্দ্র সাহার মেয়ে ও অশোক সাহার স্ত্রী।
এলাকাবাসী জানায়, বাসন্তী পূজার দশমীর দিন ১৮ই এপ্রিল শহরের কালীবাড়ী মন্দিরে বাসন্তী দেবীর কপালে সিঁদুর দেয়ার সময় দেবীর সাথে সেলফি তুলতে ছিলেন। এ সময় পাশে থাকা প্রদীপের আগুন শাড়ীতে লেগে দেহের ৩০ ভাগেরও বেশি পুড়ে যায় তার। উন্নত চিকিৎসার জন্যে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। প্রায় ১ সপ্তাহ চিকিৎসা শেষে শুক্রবার সকাল ১০টায় তিনি মারা যান। তার একটি মাত্র ছেলে ভারতে লেখাপড়া করে।
সংশ্লিষ্টজনরা জানান, প্রতিটি পূজাতেই প্রদীপ জ্বালানো হয়। হোক সেটা মোমবাতি বা মাটির প্রদীপ। আসলে সবাইকে সতর্ক থাকতে হয়।
বিভি/এজেড
মন্তব্য করুন: