• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কলাপাড়ায় পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ

প্রকাশিত: ২১:০২, ৩ মে ২০২৪

ফন্ট সাইজ
কলাপাড়ায় পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ

তীব্র তাপদাহে সারাদেশ জ্বলছে। অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষের জীবন। তবুও জীবিকার তাগিদে বের হতে হচ্ছে ঘর থেকে। শ্রম দিয়ে করতে হচ্ছে উপার্জন। এসব পথচারী ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াচ্ছেন অনেকেই। পটুয়াখালীর কলাপাড়ায় ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান এমপির পক্ষ থেকে তীব্র তাপদাহে অতিষ্ঠ পথচারীদের মাঝে বিনামূল্যে খাবার স্যালাইন ও খাবার পানি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(২ মে) বিকেল ৪ টায় কলাপাড়া শহরে খাবার স্যালাইন ও পানি বিতরণ করে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া একই সময় মহিপুর বন্দরে পথচারী ও অটোভ্যান চালাকদের মাঝে মহিববুর রহমান এমপি এর পক্ষ থেকে বিনামূল্যে খাবার স্যালাইন ও পানি বিতরন করেন মহিপুর থানা সদর ইউনিয়ন ছাত্রলীগের নেতা কর্মীরা। 

এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধার সম্পাদক ফয়জুল ইসলাম আশিক তালুকদার, কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগ নেতা হাসানুজ্জামান অমি গাজী, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুসা।

এছাড়া মহিপুরের কার্যক্রমে উপস্থিত ছিলেন মহিপুর থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক ও থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল্লাহ পাটোয়ারী, মহিপুর থানা ছাত্রলীগ নেতা ও মহিপুর সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জাহিদ খান, সাধারণ সম্পাদক রুবেল হাসান, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিব হাওলাদার সহ ছাত্রলীগের অন্যতম নেতাকর্মীরা। 

কলাপাড়া ও মহিপুরে ৫ হাজার পথচারী ও বিভিন্ন পেশায় কর্মরত ব্যক্তির মাঝে বিনামূল্যে খাবার স্যালাইন ও পানি বিতরণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিভি/এজেড

মন্তব্য করুন: