এসএসসিতে অকৃতকার্য হয়ে চারতলা ছাদ থেকে লাফিয়ে শিক্ষার্থীর মৃত্যু

মাগুরায় এসএসসি পরীক্ষায় ফেল করায় কথা সাহা (১৬) নামে এক শিক্ষার্থী চার তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে।
রবিবার (১২ মে) দুপুরে মাগুরা শহরের এক নিকট আত্মীয়ের বাসার চারতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করে । পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে আনা হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
আহত শিক্ষার্থী কথা সাহা মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামের রাজেশ সাহার মেয়ে। সে বিনোদপুর বালিকা বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিনোদপুর গ্রামের রাজেশ সাহার মেয়ে কথা সাহা আজ এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর এক বিষয়ে অকৃতকার্য হওয়ার কথা জানতে পেরে চার তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেলে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে নিহতের পারিবারিক সূত্রে জানতে পারেন তিনি।
বিভি/রিসি
মন্তব্য করুন: