ডোবা থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের এনায়েতপুরে নিখোঁজের ১ দিন পর ডোবা থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। দু'জন সম্পর্কে খালাতো ভাই।
নিহতরা হলো এনায়েতপুর থানার চৌবাড়ীয়া গ্রামের ইয়াসিন হোসেনের ছেলে ইয়ামিন (৫) ও শাহজাদপুরের সাতবাড়িয়া গ্রামের ছেলে আবুবক্কার (৪)। তারা দুজন শনিবার (১১ মে) সকাল থেকে নিখোঁজ ছিল।
এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক ও নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার নানার বাড়ি জালালপুরে এসে তারা হঠাৎ করে নিখোঁজ হয়। রবিবার (১২ মে) দুপুরের দিকে জালালপুর ছোট্ট খালে ঐ দুই শিশুর লাশ ভেসে উঠলে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে এসআই নাজমুল ইসলামের নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে।
স্থানীয়দের ধারণা করছে, খেলার ছলে নানির বাড়ির পাশের ছোট্ট খালে পরে তাদের মৃত্যু হতে পারে।
বিভি/রিসি
মন্তব্য করুন: