• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এসএসসি পরীক্ষায় আশানুরূপ ফলাফল না পাওয়ায় ছাত্রীর আত্মহত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৩, ১৩ মে ২০২৪

ফন্ট সাইজ
এসএসসি পরীক্ষায় আশানুরূপ ফলাফল না পাওয়ায় ছাত্রীর আত্মহত্যা

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের জান্নাতুল আক্তার (১৬) নামের এক ছাত্রীর এসএসসি পরীক্ষার ফলাফল আশানুরূপ না পাওয়ায় আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

সোমবার (১৩ মে) ভোর ৫ টার দিকে উপজেলার জামশা ইউনিয়নের গোলাই জামশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান্নাতুল আক্তার ঐ এলাকার জীন্দার আলীর মেয়ে।

এই বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়ারুল ইসলাম।

স্থানীয়রা জানান, জান্নাতুল নবগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। গতকাল রবিবার প্রকাশিত ফলাফলে সে পাশ করলেও রেজাল্ট তার মন মতো না হওয়ায় বাড়িতে এসে অভিমান করে মন খারাপ হয়ে থাকে। এরপর প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে তার নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে না ওঠায় বাড়ির লোকজন অনেক ডাকাডাকি করতে থাকে। তাতেও সারা শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে রুমের ভেতরে প্রবেশ করেন। এসময় ঘরের আড়ার সাথে ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখতে পায়। বিষয়টি মুহূর্তে এলাকায় জানাজানি হলে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। এ ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জিয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিভি/রিসি

মন্তব্য করুন: