• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ক্ষোভ আর হতাশা নিয়ে তীরে ফিরেছেন কুয়াকাটার জেলেরা

প্রকাশিত: ১৭:৪২, ২১ মে ২০২৪

ফন্ট সাইজ
ক্ষোভ আর হতাশা নিয়ে তীরে ফিরেছেন কুয়াকাটার জেলেরা

মাছ ধরায় টানা ৬৫ দিনের নিষেধাজ্ঞায় ক্ষোভ আর হতাশা নিয়ে তীরে ফিরেছেন কুয়াকাটার জেলেরা। ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সব ধরনের মাছ ধরা নিয়ে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। পর্যাপ্ত প্রণোদনার দাবি জেলেদের। 

তীরে ভিড়েছে পটুয়াখালীর কুয়াকাটার সব মাছধরা ট্রলার। ৬৫ দিন সমুদ্রে যাওয়া বন্ধ। জাল মেরামত করে সময় কাটছে জেলেদের। 

বৈরী আবহাওয়া আর নিষেধাজ্ঞায় কারণে ঋণ পরিশোধ ও সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় জেলেরা। বলছেন, পরিবার-পরিজন নিয়ে দুর্বিষহ দিন পার করতে হবে তাদের। 

পটুয়াখালীতে ৭৫ হাজার নিবন্ধিত জেলের মধ্যে সমুদ্রগামী নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় ৪৯ হাজার। অবরোধ চলাকালে সরকারের বিভিন্ন প্রণোদনা নিবন্ধিত জেলেদের কাছে সঠিকভাবে পৌঁছানোর দাবি আড়ৎদারদের।

জেলেদের সচেতন করার পাশাপাশি মাছ ধরা বন্ধে কাজ করবে আইন-শৃঙ্খলা বাহিনী এবং মৎস্য বিভাগ। কর্মহীন জেলেদের খাদ্য সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন মৎস্য কর্মকর্তা।

জেলেরা বলছেন, নিষেধাজ্ঞার সময়ে ভারতের জেলেদের মাছ শিকার বন্ধ করতে পারলে মিলবে সুফল।

বিভি/রিসি

মন্তব্য করুন: