গর্তে খুঁড়ে মিলল দুই শিশুসহ তিন জনের মরদেহ

ময়মনসিংহের ত্রিশালে গর্ত খুড়ে নারী ও দুই শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, বিকাল তিনটায় কাকচর সড়কের পাশের দুর্গন্ধ পেয়ে গর্ত খুড়ে নারী ও দুই শিশুর গলিত লাশ দেখতে পায় স্থানীয়রা।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, তিনটি লাশ পাওয়া গেছে। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় এক নারী ও দুই শিশুর গলিত লাশ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে হত্যার পর কেউ লাশ গর্ত করে মাটিচাপা দিতে পারে। হত্যার কারণ ও নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
বিভি/রিসি
মন্তব্য করুন: