বান্দরবানের শ্যারন পাড়ায় ২ কেএনএফ সদস্যের লাশ উদ্ধার

পাহাড়ে সন্ত্রাস ও কেএনএফ নির্মুলে যৌথবাহিনীর অভিযানে বান্দরবানের শ্যারণ পাড়ায় ২ কেএনএফ এর ২ সদস্য নিহত হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে নিয়ে আসে।
জানা গেছে, বান্দরবান সদর উপজেলার শ্যারণ পাড়ায় কেএনএফ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে আজ সকালে যৌথবাহিনী অভিযান শুরু করে। অভিযানে গুলিবিদ্ধ হয়ে ২ কেএনএফ সদস্য ঘটনাস্থলে নিহত হয়।
পরে বান্দরবান সদর থানার একটি টিম পাড়ার পাশের জঙ্গল থেকে লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে নিয়ে আসে।
যৌথবাহিনীর অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৯ জন কেএনএফ সদস্য নিহত হয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
কেএনএফ নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিভি/এজেড
মন্তব্য করুন: