স্বর্ণ খুঁজতে দিনরাত গর্ত খুড়ছেন কয়েক হাজার মানুষ

মাটি খুঁড়লেই স্বর্ণ পাওয়া যাচ্ছে, এমন খবর ছড়িয়ে পড়ায় গ্রামের অনেকেই মাটি খোঁড়া শুরু করেন। এরপর সেখানে যোগ দিয়েছেন কয়েক হাজার মানুষ। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাতিহার আরবিবি ইট ভাটায়।
গত বৃহস্পতিবার (২৩ মে) গভীর রাত থেকে ছোট-বড় সব বয়সী হাজার হাজার মানুষ স্বর্ণের খোঁজে গর্ত খুঁড়তে শুরু করে। আশপাশের বিভিন্ন জেলা উপজেলা থেকেও অনেকেই এসেছেন মাটি খুঁড়তে।
জানা যায়, কাতিহার আরবিবি ইট ভাটায় বেশ কিছুদিন ধরে স্বর্ণের খোঁজে খনন প্রতিযোগিতা চলছে। নারী-পুরুষ দলে দলে এসে কোদাল-শাবল সহ যে যেমন অস্ত্র নিয়ে হোক ভাটায় ভিড় করছেন দলে দলে। তবে তাদের মধ্যে শ্রমিকের সংখ্যায় বেশি। সোনা পেলে নিজেদের ভাগ্য বদল হবে এই আশায় চলছে দিনরাত খনন।
বাচোর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য উমর আলী বলেন, কয়েক দিন চলছে মাটি খোঁড়াখুঁড়ি। কিন্তু কেউ স্বর্ণ পেয়েছে এমন খবর আমি শুনিনি দেখিওনি। কিন্তু কেউ কেউ বলছে স্বর্ণ নাকি পাওয়া গেছে। বিষয়টি প্রশাসনকে বলা হয়েছিল। প্রশাসন আসছিল কিন্তু হাজার হাজার লোক জায়গাটা ঘিরে রাখায় তারা কিছু না করে ফিরে গেছে।
এদিকে ইটভাটার ব্যবস্থাপক লিটন আলী জানান, কাতিহার সামরাই মন্দিরের পাশ থেকে মাটি খনন করে ইটভাটায় স্তুপ করা হয়েছে। গুজব উঠেছে ওই মাটির স্তুপ থেকে নাকি স্বর্ণের জিনিস পাওয়া গেছে। এরপর থেকেই সাধারণ মানুষ দিন-রাত ওই মাটির স্তুপ খনন করে স্বর্ণ খুঁজছে।
রানীশংকৈল উপজেলার উএনও রকিবুল হাসান জানান, স্বর্ণ খোঁজার গুজবে মাটি খোঁড়ার খবর আমরা পেয়েছি। বিষয়টি নিয়ে দ্রুতই পদক্ষেপ নেয়ার চেষ্টা চলছে।
বিভি/এজেড
মন্তব্য করুন: