চরফ্যাশনে রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

গত কয়েকদিন আগে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে তছনছ হয়ে গেছে উপকূলের বেশ কিছু এলাকা। এর মধ্যে রয়েছে দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলাও। এর মধ্যে অনেকেই আবার দাঁড়াচ্ছেন ক্ষতিগ্রস্তদের পাশে। সম্প্রতি ভোলার চরফ্যাশনেও ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার বিতরণ করেছেন স্থানীয় তরুণ ও যুবকরা।
গত দুই দিন ধরে শশীভুষন থানা ও ঢালচর এলাকায় অনেকগুলো পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন স্থানীয় ও যুবকরা। নিজেদের মধ্যে বন্ধত্বেরর সম্পর্ক থাকা যুবকরা মিলে দুইদিনে ৯০টি পরিবারে উপস্থিত হয়ে খাবারের প্যাকেট তুলে দেন। নৌকায় করে দুর্গম অঞ্চলে গিয়ে তারা এসব খাবার দিয়ে আসেন ক্ষতিগ্রস্তদের হাতে।
প্রতিটি পরিবারকে দেয়া খাদ্যসামগ্রীর প্রতিটা ব্যাগে ছিল ১০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ প্যাকেট বিস্কুট।
গত ২৮মে শশীভূষণ থানার আঞ্জুরহাটসহ আশেপাশের ক্ষতিগ্রস্ত ইউনিয়নে ৪০ পরিবারকে এবং ২৯ মে ঢালচরের বিভিন্ন স্থানে ৫০টি পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
বিভি/এজেড
মন্তব্য করুন: