ইউপি মেম্বারের বসতঘরে পাওয়া গেল ৪০ কেজি গাঁজা

জামালপুর ডিবির অভিযানে চল্লিশ কেজি গাজাঁসহ এক ইউপি মেম্বারকে গ্রেফতার করা হয়েছে। জেলার মেলান্দহ থানাধীন দুরমুট ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মো: বেলাল শেখ (৪৫) এর বাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করা হলে তার বসতঘর হতে দুইটি সাদা প্লাস্টিকের বস্তায় একটিতে ২৬ কেজি এবং অপরটিতে ১৪ কেজি মোট ৪০( চল্লিশ) কেজি গাজাঁ জব্দ করা হয়।
গ্রেফতারকৃত বেলাল শেখ সুলতান খালি মাইচ্ছা পাড়ার মৃত করিম শেখের ছেলে।
ডিবির ওসি কাজী শাহনেওয়াজ বলেন, জামালপুর জেলারপুলিশ সুপার মো: কামরুজ্জামান বিপিএমের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ)/মোঃ আসাদুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বৃহস্পতিবাের রাত প্রায় ১টার দিকে বেলাল শেখের বাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তার বসতঘর হতে দুইটি সাদা প্লাস্টিকের বস্তায় একটিতে ২৬ কেজি এবং অপরটিতে ১৪ কেজি মোট ৪০ কেজি গাজাঁ উদ্ধার উদ্ধার করা হয়েছে।
জানা যায় ওই ইউপি মেম্বার বেশ কিছুদিন যাবৎ মাদক ব্যবসা পরিচালনা করে আসছে এমন অভিযোগে অভিযান চালানো হয়েছে।
এই ঘটনায় গ্রেফতারকৃত ইউপি সদস্যের বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা করা হয়েছে। সাতদিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
বিভি/এজেড
মন্তব্য করুন: