• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

৩০ বছর পর সোনারগাঁও মহাশ্মশানের আহ্বায়ক কমিটি গঠন

সোনারগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩২, ৩ জুন ২০২৪

ফন্ট সাইজ
৩০ বছর পর সোনারগাঁও মহাশ্মশানের আহ্বায়ক কমিটি গঠন

প্রায় ৩০ বছর পর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মহাশ্মশানের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (৩ জুন) বিকেলে উপজেলার পৌর এলাকার উদ্ধবগঞ্জ বাজার সংলগ্ন সোনারগাঁ মহাশ্মশান প্রাঙ্গণে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রায় সহস্রাধিক  লোকের উপস্থিতিতে ৩০ সদস্য বিশিষ্ট এ কমিটি সিদ্ধান্ত নেয়।

কমিটি গঠন অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের লোকজন ছাড়াও মুসলিম সম্প্রদায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আহ্বায়ক কমিটির সদস্য নীলোৎপল রায় জানান, প্রাথমিকভাবে ৩০ সদস্য বিশিষ্ট আহ্বায়কের কমিটি গঠন করা হয়েছে। শীঘ্রই  আহ্বায়কের নাম ঘোষণা করা হবে।

অনুষ্ঠানে আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে নীলোৎপল রায়, কিশোর সরকার, রসময় সরকার, শান্তি সরকার, মুকুল রায়, বিনয় দাস, উত্তম দাস, সঞ্জয় মালাকার, জগন্নাথ দাস, কমল বর্মণ, নারায়ণ চন্দ্র বর্মণ, শংকর সাহা, রূপন কুমার দাস, সুমিত রায়, সুদন চন্দ্র সরকার ও অমর বিশ্বাস, লিটনদাস ও সুকূমার সরকারসহ ৩০ জনের নাম ঘোষণা করা হয়।

বিভি/এজেড

মন্তব্য করুন: