• NEWS PORTAL

  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

কালবৈশাখি ঝড়ে গাছ চাপায় তিনজনের মৃত্যু

প্রকাশিত: ১৯:১৮, ৫ জুন ২০২৪

ফন্ট সাইজ
কালবৈশাখি ঝড়ে গাছ চাপায় তিনজনের মৃত্যু

রাজশাহীর বাঘা উপজেলায় কালবৈশাখি ঝড়ে বটগাছ উপড়ে চায়ের দোকানের ওপর পড়লে গাছ চাপায় তিনজনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৪ জুন) দিনগত রাতে চকবাজার গ্রামের রাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাঘার পাঁচপাড়া গ্রামের জালাল, জাকির হোসেন ও সেন্টু। পুলিশ জানায়, রাতে একজন ব্যবসায়ী ও স্থানীয় কয়েকজন দোকানে বসে ছিলেন। এসময় বৃষ্টির সাথে ঝড় শুরু হয়। 

ঝড়ের এক পর্যায়ে বটগাছ উপড়ে পড়লে গাছের নিচে পড়েন তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করে। পরে সেখান থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত আরো চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বিভি/রিসি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2