আদালতের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে কক্সবাজারে সংকটাপন্ন এলাকায় বহুতল ভবন নির্মাণ

আদালতের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে বহুতল ভবন নির্মাণ চলছে কক্সবাজার সমুদ্র পাড়ের পরিবেশ সংকটাপন্ন এলাকায়। প্রশাসনের নির্লিপ্ততায় সমান তালে চলছে নির্মাণ কাজ। খালি একাধিক প্লটে স্থাপনা নির্মাণ করতে মাটি ভরাটের কাজ করছেন অনেকে। এতে ইসিএ রক্ষায় উচ্চ আদালতের নির্দেশনা মুখ থুবড়ে পড়ছে বলে মনে করছেন পরিবেশবাদীরা।
কক্সবাজারে ভবনের পর ভবন নির্মাণ করতে অমান্য করা হচ্ছে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা-ইসিএ আইন। সৈকত থেকে ওপরে তিনশ মিটারে নতুন কোনো স্থাপনা নির্মাণে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না। কোন কিছুর তোয়াক্কা না করেই চলছে ভবন নির্মাণ।
কক্সবাজার সমুদ্রসৈকত থেকে টেকনাফ সমুদ্রসৈকতের ১০ হাজার ৪৬৫ হেক্টর এলাকার প্রাণবৈচিত্র্য, নির্মল জলরাশি এবং পরিবেশ-প্রতিবেশ রক্ষায় ১৯৯৯ সালে এ এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে সরকার। এ নির্দেশনা মতে, কক্সবাজার পৌরসভার নাজিরারটেক থেকে টেকনাফের বদর মোকাম পর্যন্ত ১২০ কিলোমিটার সমুদ্রসৈকত, সৈকতের ঝাউ গাছসমৃদ্ধ তিনশ মিটার উন্নয়ন নিষিদ্ধ ও ৫০০ মিটার সংরক্ষিত এলাকা। এ এলাকায় সব ধরনের স্থাপনা বা অবকাঠামো নির্মাণ নিষিদ্ধ।
২০১৭ সালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি- বেলার করা এক রীটে এ এলাকায় কোনো স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা দেয় উচ্চ আদালত। কিন্তু তার তোয়াক্কা করছেন না ব্যবসায়ীরা। এতে চরমভাবে ক্ষুব্ধ পরিবেশবাদীরা।
জেলা প্রশাসন বলছে, প্লট মালিকের কাগজ পত্র ঠিক থাকলে কিছুই করার নেই তাদের। বিষয়টি পরিবেশ অধিদপ্তরের এখতিয়ার।
ইসিএ রক্ষায় উচ্চ আদালতের নির্দেশনা মুখ থুবড়ে পড়ায় হতাশ সচেতনরা।
বিভি/রিসি
মন্তব্য করুন: