ভোলার চর পাতিলা ও কুকরি-মুকরিতে ১৫০ পরিবারকে ত্রাণ ও ঈদ উপহার প্রদান

ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ভোলার চরফ্যাশন উপজেলার কুকরি মুকরি ও চরপাতিলা এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন স্থানীয় যুবকরা। এর আগে পরপর দুই ধাপে খাদ্য সামগ্রী বিতরণের পর রবিবার (৯ জুন) তৃতীয় ধাপেও যুব সমাজের উদ্যোগে খাবার বিতরণ করা হয়।
তৃতীয় ধাপে রিমালে ক্ষতিগ্রস্ত চরপাতিলা ও কুকরি মুকরি ১৫০ পরিবারের মাঝে ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ। খাদ্যসামগ্রীর প্রতিটা ব্যাগে ছিল ১০ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ২ প্যাকেট সেমাই ও দুধ ২ প্যাকেট।
এর আগে শশীভুষণ থানা ও ঢালচর এলাকায় অনেকগুলো পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন স্থানীয় ও যুবকরা। নিজেদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থাকা যুবকরা মিলে দুইদিনে ৯০টি পরিবারে উপস্থিত হয়ে খাবারের প্যাকেট তুলে দেন। নৌকায় করে দুর্গম অঞ্চলে গিয়ে তারা এসব খাবার দিয়ে আসেন ক্ষতিগ্রস্তদের হাতে।
বিভি/এজেড
মন্তব্য করুন: