বেনজীরের রিসোর্টে সিপিইউ চুরির ঘটনায় মামলা

সাবেক আইজিপি বেনজীর আহমেদের গোপালগঞ্জের বহুল আলোচিত সাভানা ইকো রিসোর্ট এ্যান্ড ন্যাচারাল পার্কে কম্পিউটারের সিপিইউ চুরির ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যায় ওই রিসোর্টের ম্যানেজার (এইচ আর) মোঃ সারোয়ার হোসেন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ ও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে এ চুরির মামলা দায়ের করেন। (মামলা নং-২৯, তাং-১৩.০৬.২০২৪)।
মামলায় মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের নটাখোলা গ্রামের ক্ষেপা মজুমদারের ছেলে সজিব মজুমদার (৩৩), একই গ্রামের গনেশ দাসের ছেলে সুব্রত দাস (২৩) সুনিল সেনের ছেলে অনিমেষ সেন (৩০), গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের বৈরাগীটোল গ্রামের মৃত বিনোদ বলের ছেলে বিপ্লব বল (৪০) ও একই গ্রামের সন্তোষ বলের ছেলে সঞ্জয় বলের (২৩) নাম উল্লেখ করা হয়েছে।
গত ১ জুন রিসোর্টের কর্মচারীরা পুলিশ এনে গ্রামবাসীর ওপর লাঠচার্জ করায় বলে অভিযোগ ওঠে। সে সময় বিপ্লব বল ও সঞ্জয় বল আহত হন। মামলার আসামির তালিকায় নাম থাকা একজন জানিয়েছেন, গণমাধ্যমে কথা বলায় তাকে মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে।
মামলার বাদী বলেছেন চুরির ঘটনায় তিনি সিসি টিভি ফুটেজ পর্যালচনা করে ৩ জনকে দেখেছন। অন্যরা এ ঘটনায় জড়িত থাকতে পারে সন্দেহে আসামি করেছেন।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) হারুন-অর-রশিদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বরাত দিয়ে ওই কর্মকর্তা জানান, বুধবার ১২ জুন রাত সাড়ে ১০টা থেকে ১৩ জুন সকাল ৯ টা পর্যন্ত যে কোনো সময় আসামীরা পরষ্পর যোগসাজসে রিসোর্টের কম্পিউটারের ৩টি সিপিইউ ও একটি মনিটর চুরি করে পালিয়ে যায়। পরে পার্কের সিসি ক্যামেরার ফুটেজে দেখে আসামিদের সনাক্ত করেন রিসোর্টের ম্যানেজার মোঃ সারোয়ার হোসেন।
সদর থানার পরিদর্শক(তদন্ত) হারুন-অর-রশিদ আরো বলেন, মামলাটি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মামলার বাদী সিসিটিভি ফুটেজ থানায় জমা দিয়েছেন বলেও জানান ওই কর্মকর্তা ।
এ ব্যাপারে মামলার বাদী মো: সারোয়ার হোসেন বলেন, সিসিটিভি ক্যামেরায় প্রাথমিকভাবে ছবি দেখে অনুমান করা হচ্ছে সজীব, সুব্রত ও অনিমেষ নামের ৩ জন এ ঘটনা ঘটিয়েছেন । তবে বিপ্লব বল ও সঞ্জয় বলকে সিসিটিভি ক্যামেরায় দেখা না গেলেও তাদের বাড়ি যেহেতু রিসোর্টের পাশে সেই হিসেবে তাদের সম্পৃক্ততা থাকতে পারে বলে আমার ধারণা হয়েছে। এ কারণে সঞ্জয় ও বিপ্লবকেও আসামি করা হয়েছে। মামলাটি হয়ারানিমূলক কিনা ? এমন প্রশ্নের কোন জবাব তিনি দেননি।
এ ব্যাপারে মামলার আসামি সঞ্জয় বল বলেন, আমার এবং আমার চাচা বিপ্লব বলকে হয়রানি করতে এ মামলায় আসামি করা হয়েছে। আমরা গণমাধ্যমে বেনজীরের অপকর্ম নিয়ে কথা বলেছি। তাই কম্পিউটারের সিপিইউ চুরির ঘটনায় আমাদের আসামি করা হয়েছে। ওই চুরি সম্পর্কে আমরা কিছুই জানি না। এ ঘটনার সুষ্ঠ তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
বিভি/এজেড
মন্তব্য করুন: