• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জুমার নামাজ পড়ানো হলো না, সড়কেই ঝরলো ইমামের প্রাণ

প্রকাশিত: ১৮:৫১, ১৪ জুন ২০২৪

ফন্ট সাইজ
জুমার নামাজ পড়ানো হলো না, সড়কেই ঝরলো ইমামের প্রাণ

নিহত জাহিদ হাসান শামসুল

শুক্রবার জুমার নামাজ পড়াতে যাচ্ছিলেন জাহিদ হাসান শামসুল (৪৫) নামের কলেজশিক্ষক ও জামে মসজিদে ইমাম। কিন্তু রাস্তায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় নিভে গেছে তার জীবনপ্রদীপ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকার কল্যাণপুরে।

নিহত জাহিদ হাসান শামসুল নাচোল উপজেলার নেজামপুর এলাকার মৃত আব্দুল মাতিনের ছেলে। তিনি নাচোল সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক ছিলেন। সেই সাথে প্রতি শুক্রবার সদরের নমোশংবাটি জামে মসজিদে জুমার নামাজ পড়াতেন।

স্থানীয়রা বলেন, জুমার নামাজের ইমামতির জন্য বাড়ি থেকে মোটরসাইকেল যোগে রওনা দেন জাহিদ হাসান শামসুল। পথে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যাণপুর সংলগ্ন ফকল্যান্ড মোড়ে একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় অ্যাম্বুলেন্স যোগে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী সারমিন খাতুন জানান, শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন মসজিদে জুমার নামাজে ইমামতি করতেন জাহিদ হাসান। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ সদরের নমোশংবাটি জামে মসজিদে জুমার নামাজের ইমামতি করার জন্য বাড়ি থেকে মোটরসাইকেল যোগে রওনা দেন তিনি।

সদর মডেল থানার ওসি মেহেদী হাসান বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। কিন্তু ট্রাকচালক ও হেলপার পলাতক রয়েছেন। এছাড়া নিহত জাহিদ হাসানের মরদেহ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন: