মাসুদুল হাসান প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এ শ্রেষ্ঠ থানা শিক্ষা অফিসার ক্যাটাগরিতে নির্বাচিত

সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে প্রাথমিক শিক্ষা প্রশাসন ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এর শ্রেষ্ঠ উপজেলা/থানা শিক্ষা অফিসার ক্যাটাগরীতে নির্বাচিত হয়েছেন জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা শিক্ষা অফিসার মাসুদুল হাসান।
বৃহসপতিবার ( ১৩ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের পক্ষ থেকে মাসুদুল হাসানকে পাঠানো একটি চিঠি থেকে এসব তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, আপনার এ প্রচেষ্ঠা প্রাথমিক শিক্ষার উদ্ভাবনী কর্মসংস্কৃতিকে আরো উৎসাহিত করবে এবং কর্মক্ষেত্রে আপনার এ অবদান ভবিষ্যতে অব্যাহত থাকবে।
তাঁর এই সাফল্যের কারনে আগামী ২৭ জুন (বৃহস্পতিবার) সকাল ১০ টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে পদক প্রদান করবেন।
বিভি/ এসআই
মন্তব্য করুন: