• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

খোয়াই, কালনী, কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, ভেঙেছে নদীর বাঁধ

হবিগঞ্জ সংবাদদাতা

প্রকাশিত: ১৮:১৯, ১৯ জুন ২০২৪

ফন্ট সাইজ
খোয়াই, কালনী, কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, ভেঙেছে নদীর বাঁধ

হবিগঞ্জে খোয়াই নদীতে বাঁধে ভাঙ্গন দেখা দিয়েছে। বুধবার দুপুরে শহরতলীর জালালাবাদে নদীর বাঁধে হঠাৎ ভাঙ্গন দেখা দেয়। ফলে প্রবল বেগে নদীর পানি লোকালয়ে  প্রবেশ করছে। এদিকে সকাল থেকেই খোয়াই, কুশিয়ারা, কালনী নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ জানান, বেলা ১টার দিকে খোয়াই নদীর বাল্লা পয়েন্টে পানি কমতে শুরু করেছে। খুব দ্রুত পানি নিচে নেমে যাবে।  দু’দিনের টানা বর্ষন এবং উজানে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বুধবার সকাল থেকে খোয়াই নদীর পানি বিপৎসীমার উপরে চলে যায়। 

সকাল ১০টায় নদীর চুনারুঘট উপজেলার বাল্লা সীমান্তে খোয়াই নদীর পানি বিপৎসীমার ১৩১ সে.মি., এবং শহরের মাছুলিয়া পয়েন্টে ৭৫ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হয়। কুশিয়ারা নদীর পানি বানিয়াচং উপজেলার মার্কুলী পয়েন্টে ২১ সে.মি. এবং কালনী নদীর পানি আজমিরীগঞ্জ পয়েন্টে ৩১ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বেলা ১টার পর থেকে খোয়াই নদীর পানি বাল্লা পয়েন্টে কমতে শুরু করেছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: